কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি রেবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এখন থেকে হনুমান, কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা বিনামূল্যে হাসপাতাল থেকে এই ভ্যাকসিন নিতে পারবেন।
৭ জুলাই সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ৩০০ পিস অ্যান্টি রেবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রকৌশলী নাজিমুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি রেবিস ভ্যাকসিন ছিল না। ফলে প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনতে হয়েছে। তিনি বলেন, কবে নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন বরাদ্দ আসবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০০ পিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে, যা দিয়ে প্রায় ৪০০ জনকে সেবা দেওয়া যাবে। একইসাথে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে ৫ হাজার মাস্কও প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে