ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটকচর এলাকায় জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় পবিত্র মহররম মাস উপলক্ষে “মহররম মাসের করণীয় ও বর্জনীয়” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মাদানী (ঢাকা) এবং বিশেষ অতিথি ছিলেন মুফতি কামরুল ইসলাম মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মহররম মাস, বিশেষ করে আশুরার দিন, তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ সময়। এ সময়ে বেশি বেশি নফল রোজা, দান-সদকা ও ইবাদতে মনোযোগী হতে হবে। পাশাপাশি বিভিন্ন মনগড়া, ভিত্তিহীন রেওয়াজ যেমন শোক প্রকাশে নির্দিষ্ট পোশাক পরিধান (কালো বা সবুজ) থেকে বিরত থাকা উচিত।”
তিনি আরও বলেন, “মহররমের শিক্ষা হলো ধৈর্য, আত্মত্যাগ ও সত্যের পক্ষে অবস্থান। এ মাসকে কেন্দ্র করে শিরক-বিদআত ও অতিরঞ্জিত বর্ণনা থেকে বিরত থাকাও জরুরি।”
অনুষ্ঠানে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, এবং মহররম মাসের তাৎপর্য উপলব্ধি করে যথাযথ আমল করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে