মাদারীপুরের শিবচর উপজেলায় চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা।গত ১ জুলাই মঙ্গলবার সকালে ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম।
এরপর সরকারি বরহামঞ্জ কলেজ কেন্দ্রসহ একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের মাঝে মোট তিন হাজার সাত’শ পানির বোতল বিতরণ করা হয়েছে।
হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন, কলম বিতরণ করা হয়।
এছাড়া হলের বাহিরে অপেক্ষমান শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
সরকারি বরহামগঞ্জ কলেজের আবুবকর মিয়াসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা কলম, খাবার স্যালাইন ও পানির বোতল পেয়েছি। এটি সত্যিই প্রশংসনীয় ও ব্যতিক্রম উদ্যোগ। একইসাথে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন, ‘পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে উৎসাহ দিয়েছি। আমরা চাই শিক্ষার্থীদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি চাই সবাই এগিয়ে আসুক এমন উদ্যোগে।’
এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরাও ছাত্রদলের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থী ও অভিভাবকরা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে