ফ্যাসিবাদী শাসনের অবসান, দ্রুত বিচার ও কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ ঘোষিত ৩৬ দিনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ জুলাই) লালমনিরহাটে দিনব্যাপী গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী, স্বজন ও কর্মীদের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময়ের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর মিশন মোড় ও রেলস্টেশন এলাকায় পথচারী, দোকানি ও শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন নেতারা।
গণসংযোগে অংশ নেন আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ, কেন্দ্রীয় সদস্য আবরার হামিম, তৌসিফ মাহমুদ সোহান, মাসুদ রানা এবং লালমনিরহাট জেলা কমিউনিকেশন টিমের সদস্য ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম। স্থানীয়ভাবে যোগ দেন ডা. সাখাওয়াত হোসেন, রমজান আলী, হাসিবুজ্জামান লোহিত প্রমুখ।
ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম বলেন, “আপ বাংলাদেশ একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, যেখানে কোনো দলীয় ট্যাগিং নেই। বিদ্যমান বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে একটি অংশগ্রহণমূলক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি।”
নেতারা বলেন, জনগণ এখন আর দলকানা রাজনীতি চায় না; তারা চায় স্বপ্নমুখী, দায়িত্বশীল ও গণমুখী রাজনীতি। সেই পরিবর্তনের পথে তরুণদের সাহস ও প্রবীণদের অভিজ্ঞতা একত্রিত করে এগোচ্ছে ‘আপ বাংলাদেশ’।
উল্লেখ্য, আগামী ৩৬ জুলাই পর্যন্ত চলবে আপ বাংলাদেশের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি, যার আওতায় দেশের প্রতিটি জেলা ও গুরুত্বপূর্ণ থানায় সরাসরি উপস্থিত থেকে জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করবেন সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে