“গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ—সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃক্ষরোপণ ও অটো শ্রমিকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিরামপুর উপজেলা শাখা।
রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ এবং অটোচালক ও শ্রমিকদের মাঝে বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ লোকমান হোসেন। তিনি বলেন, “বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে শ্রমিক কল্যাণের হাত ধরেই, ইনশাআল্লাহ।”
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিরামপুর শাখার সহকারী সেক্রেটারি মো. আলামিন হোসেন বলেন, “বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি একটি জাতীয় প্রয়োজন। পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে আজ থেকেই কাজ শুরু করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি আশরাফ আলী খান মিন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে