নাটোরের লালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং পরবর্তীতে ভুক্তভোগীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম নাদিম আলী নাদিম (৩০)। তিনি উপজেলার ডহশৈলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
ভুক্তভোগী নারী গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে লালপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাদিমের। এ সময়ে একাধিকবার বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিয়ের জন্য চাপ দিলে গত ৩০ জুন নাদিম কাঁচি দিয়ে ওই নারীর মাথার চুল এলোমেলোভাবে কেটে দেন। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ভুক্তভোগী।
ভুক্তভোগীর ভাষ্য, “নাদিম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জন করে। আমি মান-ইজ্জতের ভয়ে এতদিন চুপ ছিলাম। এখন সে বিয়ে না করে উল্টো আমার চুল কেটে দিয়েছে।”
অভিযুক্ত নাদিম আলী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব ভিত্তিহীন। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।”
একুশে সংবাদ//ঢা.পর.ন