মাগুরার শালিখা উপজেলায় দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৮টি পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি পরিবারকে একটি করে ঢেউটিনের বান্ডিল ও মাথাপিছু ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন এ সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সদস্য সচিব শহিদুজ্জামান চাঁদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউএনও বনি আমিন বলেন, “সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/মা.ট/এ.জে