AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটিয়া থানার ওসি জায়েদ নূর প্রত্যাহার, নতুন ওসির পদায়ন



পটিয়া থানার ওসি জায়েদ নূর প্রত্যাহার, নতুন ওসির পদায়ন

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টানা আন্দোলনের মুখে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

এর আগে, ওসি জায়েদ নূরের অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ১০ ঘণ্টা অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

একই দাবিতে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে এনসিপি নেতাকর্মীরা বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে (২৯) নামের এক কর্মীকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাকে থানায় নেওয়া হলেও, তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ গ্রেপ্তার দেখাতে ব্যর্থ হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দীপঙ্করকে নিজেদের হেফাজতে নেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীপঙ্কর দে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হলেও থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!