চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়ক ঘেঁষে প্রায় দুই কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা নিয়েছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
গতকাল একুশে সংবাদের ময়লার স্তুপ থেকে দুর্গন্ধ ও জনদুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেন পৌর প্রশাসক।
পৌর প্রশাসকের নির্দেশনায় বুধবার (২ জুলাই) সকাল ১১টায় ভেকু গাড়ীর মাধ্যমে ময়লা অপসারণের কাজ শুরু করা হয়। সাথে ওই স্থানে আর ময়লা আবর্জনা ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন...
জীবননগরে সড়ক ঘেঁষে ময়লার স্তূপ, দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা
এ উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় পৌরবাসী ও পথচারীরা।
উল্লেখ্য, জীবননগর পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় শহরের প্রতিদিনের ময়লা আবর্জনা এই সড়কের পাশে ফেলা হত। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পথচারী ও শিক্ষার্থীরা। পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে এ অবস্থান। পাশেই রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মিল কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই দুর্ভোগ নিয়ে অভিযোগ করছিলেন।
গতকাল জীবননগর উপজেলার সকল সাংবাদিকেরা একযোগে এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেন।
জীবননগর পৌরসভার পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, “ময়লার দুর্গন্ধ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টিগোচরে আসে। আজ সকালেই রাস্তার পাশে থাকা সমস্ত ময়লা আবর্জনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আর কোনো বর্জ্য না ফেলার ব্যাপারে সবাইকে জানানো হয়েছে।”
অতিদ্রুত ময়লা অপসারণ কাজ শুরু হওয়ায় পৌর প্রশাসক ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে