জামালপুরের সরিষাবাড়ীতে চুরি হওয়া ২টি গরু উদ্ধার করতে সহায়তা করায় আ. রহমান (৫০) নামে এক প্রতিবেশীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মহাদান বিলবালিয়া গ্রামে আমজাদ হোসেনের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মহাদানের বনগ্রাম এলাকার খামারি মো. বাদল খায়ের খামার থেকে গত (২৫ জুন) বুধবার রাতে ২টি গরু চুরি হয়। সেই চুরি হওয়া গরুর সন্ধান মিলে একই ইউনিয়নের বিলবালিয়া গ্রামের জালাল নামে এক ভাঙারি ব্যবসায়ীর গোয়াল ঘরে। পরে (২৭ জুন) শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে গরু দুটি উদ্ধার করেন গরুর মালিক বাদল খা।
এদিকে গরু উদ্ধারের বিষয়টি নিয়ে স্থানীয় আ. রহমান ও সোহাগ মিয়া চুরি হওয়া গরু উদ্ধারে সহায়তা করছেন এমন অভিযোগে জালাল মিয়া (৪২) ও তার ছেলে রাকিব (২০), শাকিল (১৮) ও হেলাল উদ্দিনের ছেলে জাকারিয়া (২২) তাদের উপর হামলা করেন। হামলায় আহত হয়ে আ. রহমান সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।
আহত আব্দুর রহমান বলেন, গরুর প্রকৃত মালিক জালালের বাড়ি জানতে চাইলে আমি দেখিয়ে দিয়েছি। এটাই আমার অপরাধ। জালালসহ তার ছেলেরা আমার উপর হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠ বিচার চান তিনি।
স্থানীয় সোহাগ মিয়া বলেন, কথায় বলে চোরের মায়ের বড় গলা। তার গোয়াল ঘর থেকে গরু পাইছে সবাই। আর আমরা সেটা বলছি তাতেই তারা ক্ষেপে গেছে। জালালসহ তার ছেলেরা আমাদের উপর হামলা করছে। আমরা বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়ার পক্ষের লোকজন বলেন, ‘জালালকে ফাঁসানো হয়েছে। তার গোয়াল করে অন্য কেউ গরু রাখছে। জালাল শুধু রাখতে দিয়েছিল। তবে জালালসহ তার ছেলেরা যে মারামারি করছেন এটা ঠিক হয়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ ওসি মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ঐ গরু চুরির ঘটনায় মামলা হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
