চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে টুন্টু জলদাস (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে টুন্টুকে আটক করে। আটক টুন্টু জলদাস উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ভারম্বা ঘাট জলদাসপাড়ার মৃত রমনী জলদাসের ছেলে।
এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে টুন্টুর বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানান, গত শুক্রবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে টুন্টু শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, শিশুটির মা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আসামি টুন্টকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

