যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৪৪ সেন্টিমিটার।
কাজীপুর পানি পরিমাপক স্টেশনে সকাল ৬টায় নদীর পানি সমতল ছিল ১২.৬৮ মিটার (এসওবি), যা বিপদসীমা ১৪.৮০ মিটার থেকে ২.১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, সিরাজগঞ্জ পানি পরিমাপক স্টেশনে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১০.৯১ মিটার (এসওবি), যা বিপদসীমার ১.৯৯ মিটার নিচে অবস্থান করছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন জানান, যমুনা নদীর পানি উত্তরাঞ্চল থেকে নেমে আসার ফলে স্বাভাবিকভাবেই পানি বাড়ছে। তবে এখনো কোনো স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিয়মিত আপডেট প্রদান করছি।
তিনি আরও জানান, নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেলেও বর্তমানে বন্যার আশঙ্কা নেই। তবে যদি এই প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকে, তাহলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সেই জন্য পাউবো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যমুনার পানি বাড়ায় নদী পাড়ের কৃষক ও নিম্নাঞ্চলের মানুষ কিছুটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তবে এখনো ফসলি জমি বা বসতবাড়িতে পানি ঢোকেনি।
পাউবো সূত্রে জানা গেছে, আগামী দুই-তিনদিন পানির গতিবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনে বিশেষ সতর্কবার্তা জারি করা হবে।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

