‘প্লাস্টিক দূষণ আর নয়,—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. মেনাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানী, বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কায়ুম হুদা, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমি সৃষ্টি করে পরিবেশ দূষণ রোধসহ প্লাস্টিক পণ্য ব্যবহার বর্জন এবং পরিবেশের মারাত্নক ক্ষতির জনসচেতনায় সকলের প্রতি আহ্বান জানান তারা।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে