গোপালগঞ্জের মুকসুদপুরে কাব স্কাউটদের জন্য আনন্দময় ও শিক্ষামূলক ‘কাব-কার্নিভাল’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি তাসনিম আক্তার। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে নেতৃত্ব গঠনে সহায়তা করে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিটির কমিশনার সুনীল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মো. লুলু হোসেন মুন্সী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত বাড়ৈ, এস.এম মাহাতাব উদ্দিন, সুজন কুমার সাহা, নবীন কুমার রায়, সহ-সভাপতি আসমা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাকী, উপ-সহকারী কমিশনার মো. কাইয়ুম শরীফ, কোষাধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম এবং উপজেলা কাব লিডার হায়দার আলী মোল্লা হিরা প্রমুখ।
কাব স্কাউট শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়, যা তাদের জন্য একটি আনন্দদায়ক ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।
এই কাব-কার্নিভালে উপজেলার মোট ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী উৎসবে ৮টি ইভেন্টে খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে