নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) বেলা ১১টায় কলেজের মাল্টিমিডিয়া হলরুম-১-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর কবির।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক আকতারুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে