মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হতদরিদ্র হাবিবুর রহমানের পাশে দাঁড়াল গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের বাড়িতে উপস্থিত হয়ে তাকে আর্থিক সহায়তা ও সান্ত্বনা প্রদান করেন। ভবিষ্যতেও প্রয়োজন হলে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন—মাগুরা-১ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. খলিলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হাসান, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. জিহাদ হোসেন, আরিফ খান, সাধারণ সম্পাদক মো. রাজিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএম জুয়েল রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুজ্জামান শাহিন,
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুন্সি হাসিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আরব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, শ্রীপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান এবং উপজেলা যুব অধিকার পরিষদের নেতা মো. রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
