‘দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’- এই প্রতিপাদ্যকে সামনে শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৪টায় শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদরের কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল।
বক্তারা বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব।
মেলার স্টলে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। তিন ব্যাপী এই ফল মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

