জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার দুপুরে সরিষাবাড়ী সরকারি কলেজ মিলনায়তনে ৩৩৩ জন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সরিষাবাড়ী সরকারি কলেজের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ বছর সরিষাবাড়ী সরকারি কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা থেকে ৩৩৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরিষাবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। বিদায়ী পরীক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র ভৌমিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক শিল্পী সাহা, প্রভাষক তরিকুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক হেলাল উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সান্তনা খাতুন, শাওন প্রমুখ।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে