রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে সোমবার (১৭ জুন) ভোরে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একই মার্কেটের পাঁচটি দোকানে অভিনব কৌশলে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৪ লাখ টাকা। তবে আশ্চর্যজনকভাবে কোনো মালামাল বা পণ্য চুরি হয়নি। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, প্রতিদিনের মতো রাতে বাজারের নাইট গার্ডরা দায়িত্ব পালন শেষে ভোর ৫টার দিকে বণিক সমিতির অফিসে চলে যান। এরপরই ভোর সাড়ে ৫টার দিকে পাঁচজনের একটি চোরের দল প্রতাব সরকারের মার্কেটে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা কোনো দোকানের তালা না ভেঙে সাটার বাঁকিয়ে ভেতরে ঢুকে কেবল নগদ অর্থ চুরি করে।
চুরি হওয়া দোকান ও টাকার পরিমাণ:
আবুল কালাম আজাদ (সিট কাপড় ব্যবসায়ী): ৩ লাখ ৭৫ হাজার টাকা
সম্পা রানী (সিট কাপড় দোকান): ৩০ হাজার টাকা
আলমগীর (গার্মেন্টস ব্যবসায়ী): ১৯ হাজার টাকা
আবু জান্নান (গার্মেন্টস ব্যবসায়ী): ১ হাজার ৫০০ টাকা
নায়েব আলী (টেইলার্স): ৭০০ টাকা
বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, "ঘটনার সময় নাইট গার্ডরা বাজারে ছিলেন না। চোরেরা ভোর ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে চুরি করে মূল রোড দিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, "চোরেরা তালা না ভেঙে সাটার বাঁকিয়ে ভেতরে প্রবেশ করে কেবল নগদ টাকা নিয়ে গেছে। এটি একটি অভিনব কৌশল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত চোরদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

