কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে জেলা বিআরটিএ এক যৌথ অভিযান পরিচালনা করে।
রবিবার (১৫ জুন) বিকেলে বিআরটিএ কুড়িগ্রাম সার্কেল ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মোট ১০টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, রুট পারমিট ব্যতীত গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা বন্ধকরণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ড। এ সময় বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের পরিদর্শক মো. নুরুস সাফা সরকার, মেকানিক্যাল এসিস্ট্যান্ট রঞ্জু মিয়াসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

