চট্টগ্রামের বোয়ালখালীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১২ জুন থেকে গত শনিবার ১৪ জুন পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে পশ্চিম গোমদণ্ডীর আবু তাহেরের ছেলে তাহসান (৪), পশ্চিম শাকপুরার নিজামের ছেলে তাকওয়া (১০), রাশেদের মেয়ে শেফা (৫), খিতাপচর সারোয়াতলীর জামালের ছেলে মুহিম (৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মুখ ও গলায় কামড় দিয়েছে।
শুক্রবার ১৩ জুন সকালে শাকপুরা ২ নম্বর ওয়ার্ডের সওদাগরপাড়ায় পাগলা কুকুরে কামড়ায় আরও এক শিশু। ওসমান গণি নামের এক ব্যক্তি জানান, তার ১০ বছর বয়সী মেয়ে আরিফা আক্তার রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি কুকুর এসে কোমরে কামড় দেয়। বর্তমানে আরিফা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন ৪টি কুকুর একসাথে ঘুরে ঘুরে শিশুদের টার্গেট করছে। কখন কোথা থেকে এসে কামড় দেয় এই আতঙ্কে দিন কাটছে।
চরখিজিরপুর এলাকার আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার আমি ঘরের পাশে বিদ্যুতের কাজ করছিলাম। সেই সুযোগে আমার ভাইয়ের ছেলে আহাদকে (৬) একটি পাগলা কুকুর এসে কামড়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে কুকুরটিকে আঘাত করতে গেলে কুকুরটি ছুটে গিয়ে আমার ভাগিনা হুমায়রাকেও (৪) কামড়ে দেয়।
তিনি আরও বলেন, পরে আমি আহাদ ও হুমায়রাকে নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গেলে দেখতে পাই, পাশ্ববর্তী দ্বীনবন্ধুপুল এলাকার এক শিশুও কুকুরের আক্রমণে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. বাদশা বলেন, ‘শাকপুরা ও চরখিজিরপুর এলাকায় এই পর্যন্ত অন্তত ৬ জন আক্রান্ত হয়েছেন। কুকুরগুলো দলবেঁধে সুযোগ পেলেই মানুষকে কামড়াচ্ছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

