লক্ষ্মীপুরে ঈদ-উল-আযহার পরবর্তী সময়ে দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপে ৫০ জন যাত্রীকে অতিরিক্ত গৃহীত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর সদরের বটতলী এলাকায় ঢাকা ও চট্টগ্রামগামী জোনাকী ও ইকোনো পরিবহনে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
অভিযানকালে দেখা যায়, ইকোনো ও জোনাকী পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি আদায় করেছে। তাৎক্ষণিকভাবে ৫০ জন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিতে পরিবহন কর্তৃপক্ষকে বাধ্য করা হয়।
এছাড়াও, অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বটতলী জোনাকী পরিবহন কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা ও লিখিতভাবে সতর্ক করা হয়।
ইউএনও জামসেদ আলম রানা বলেন, “যাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও ন্যায্য ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসন জানায়, ঈদের আগে ও পরে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলার গুরুত্বপূর্ণ বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

