যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন এবং রাজু (২২) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০টার পর উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের দক্ষিণ বুরুজ বাগানগামী মাটির রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত সবুজ শার্শার যাদবপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সবুজ, আহত রাজু ও তাদের সঙ্গী কালু রাত ১০টার পর মাঠের দিকে যাওয়ার জন্য দক্ষিণ বুরুজ বাগানের মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের সঙ্গে অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্তের দেখা হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে দুর্বৃত্তরা হঠাৎ করেই সবুজ ও রাজুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাদের সঙ্গে থাকা কালু দৌড়ে স্থানীয় নেহা পেট্রোল পাম্পে গিয়ে লোকজনকে ঘটনার কথা জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সবুজ ও রাজুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে রাজু সেখানে চিকিৎসাধীন রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

