অন্তর্বর্তী সরকার বাংলার জনগণের সামনে সংস্কারের মুলা ঝুলিয়ে দিয়েছে। জুলাই অ।ত্থানের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান অর্ন্তবর্তী সরকার সেই ভোটাধিকার রক্ষা করতে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
রবিবার (১ জুন) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান।
নওগাঁ জেলা ছাত্রদলের সহসভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নূরুন নবী নুহ আলম, নিয়ামতপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশীদ, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি ইসতিকিয়ার শুভ, সদস্য বুলবুল হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলো, আরিফ, মাহবুবুজ্জামান, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ / ন.প্র/এ.জে