মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ট্রাক উপজেলার উত্তরসুর (শাহজীর বাজার) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ৩ জন গুরুতর আহত হন।
আহত ৩ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঝুনু বৈদ্য (৪৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন এবং আহত ২ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। নিহত ঝুনু বৈদ্য শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত রামাই বৈদ্যের ছেলে। আহত দুইজনের মধ্যে ১ জন নিহতের আপন ভাই রুনু বৈদ্য (৫৫) এবং খাজা মিয়া (৫০) শ্রীমঙ্গল পৌরসভার কালিঘট রোড জমির হোসেনের ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে রবিবার দুপুর ১টা ১২ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই ঝুনু বৈদ্য নামে একজন মারা যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দুজনকে আমরা মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেছি।
ট্রাকচালক পালিয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে থানায় আনা হয়েছে।
একুশে সংবাদ / মৌ.প্র/এ.জে