শেরপুরের নকলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাকে সমির উদ্দিন সমু (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে ) দুপুরের দিকে টালকী ইউনিয়নের পশ্চিম বড়পাগলা গ্রামে ওই ঘটনা ঘটে। সমু স্থানীয় রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে কৃষক সমু গরু আনতে বাড়ির কাছে খোলা মাঠে যান। তখন ওই এলাকায় বিকট শব্দে বজ্রপাত হলে সমুর হার্ট অ্যাটাক হয়। পরে পরিবারের লোকজন ও এলাকাসী উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল।
একুশে সংবাদ / শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

