প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ইচ্ছায় আত্মগোপনে থাকে যুবক স্বপন মুল্লাহ (৩০)। নিখোঁজের ১৭ দিন পর চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে ওই যুবককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানা (ওসি) মো. রাশেদুল হাসান।
পুলিশ ও স্বপনের পরিবার থেকে জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের জসিম উল্লাহর ছেলে স্বপন মুল্লাহ। ইট-বালুর ব্যবসার টাকা নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলতি মাসের ১০ তারিখ রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায় স্বপন মুল্লাহ। আত্মগোপনে যাওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখে সে। নিজের ব্যবহৃত মোটরসাইকেল ও নিজের জামাকাপড় রাস্তায় ফেলে রেখে নিখোঁজ হন তিনি।
একদিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করলে খুঁজতে থাকে পুলিশ। এদিকে গত ২২ তারিখে তার ব্যবহৃত ফোন দিয়ে পরিবারের কাছে বিপদের কথা বলে ২ লাখ টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম টেকনাফ থানা পুলিশকে জানায়। এরপর টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উখিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় উদ্ধার যুবক স্বপন মোল্লা বলেন, এমন সাজানো ঘটনা করা আমার ঠিক হয়নি। ভুল করে ফেলেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান আরও জানান, ‘প্রতিবেশীর সাথে ঝগড়া করে নিজেই আত্মগোপনে চলে যান স্বপন। এরপর নিখোঁজের কথা বলে পরিবার সাধারণ ডায়েরি করে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে উদ্ধার করে। তার বাবা জসিম মোল্লার জিম্মায় বুধবার রাতে উদ্ধার করা স্বপনকে হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ / জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

