বাগেরহাটের মোল্লাহাটে “ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের ভারপ্রাপ্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ। মেলার উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষি খাতকে টিকিয়ে রাখতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র ঘোষ বলেন, “কৃষি যদি স্মার্ট হয়, বাংলাদেশও স্মার্ট হবে। কৃষকেরা যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে অধিক উৎপাদন করতে পারে সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই কৃষকদের নতুন প্রযুক্তি, আধুনিক ধারণা ও প্রশিক্ষণ দিতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের পানি, মাটি ও বাতাস হচ্ছে বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগিয়ে কৃষিকে রক্ষা এবং উন্নত করা সম্ভব। আমরা চাই স্মার্ট কৃষক, স্মার্ট কৃষি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা, থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, পিডিবি কর্মকর্তা গাউছুল হক, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শিত হয় যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে