পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে কাউখালী এসবি. সরকারি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে সোমবার (২৬ মে) ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল, তানভিন শুক্কুর, মুন্নি খানম প্রমুখ।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ৫১ জন ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে ৯ জন বিজয়ী ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

