বাংলাদেশ আমজনগণ পার্টির ফরিদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ফরহাদুল ইসলামকে আহ্বায়ক এবং নাছির উদ্দিনকে সদস্য সচিব করে মোট ৪৫ জনের কমিটি প্রকাশ করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ রফিকুল আমিনের এক স্বাক্ষরিত প্যাডে আগামী তিন মাসের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার বিকেলে সদ্য দায়িত্ব পাওয়া দলটির সদস্য সচিব নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমাকে ফরিদপুর জেলার সদস্য সচিব করার জন্য বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিনকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আমজনগণ পার্টি ফরিদপুরের জনগণের দাবি আদায়ে কাজ করবে’। তিনি এ সময় সকলকে পাশে থাকার অনুরোধ জানান।
জানা যায়, ২২ মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির প্যাডে দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের যৌথ স্বাক্ষরে ফরিদপুরের বিভাগীয় সংগঠক মান্নান মাতুব্বরের সুপারিশে ফরিদপুর জেলা কমিটির অনুমোদন দেয়া হয় ।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টির নামে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। সেই থেকে দলটি সারা দেশে দলীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

