AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাতি তো আপনার, আমার ভাষা বুঝবে না: শেরপুরে উপদেষ্টা রিজওয়ানা হাসান



হাতি তো আপনার, আমার ভাষা বুঝবে না: শেরপুরে উপদেষ্টা রিজওয়ানা হাসান

"হাতি তো আপনার, আমার ভাষা বুঝবে না। হাতির বসবাসের জন্য যথাযথ পরিমাণ জায়গা প্রয়োজন, তাহলেই মানুষ-হাতির দ্বন্দ্ব কমবে—এটাই বৈজ্ঞানিক বাস্তবতা," এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৬ মে) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিতর্কিত “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র” পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, "এখানে নতুন কিছু আবিষ্কারের দরকার নেই, শুধু বিজ্ঞানসম্মত বাস্তবতাকে মেনে চললেই হবে।"

পরিদর্শন শেষে তিনি মধুটিলা ইকোপার্কে এক আলোচনায় অংশ নেন, যেখানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় হাতির আক্রমণে নিহত দুই পরিবারের হাতে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকার চেক তুলে দেন উপদেষ্টা।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খানসহ স্থানীয় প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, পর্যটন কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে বন বিভাগ ও জেলা প্রশাসনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। বন বিভাগ বলছে, জায়গাটি হাতির আবাসস্থল হওয়ায় সেখানে পর্যটন কেন্দ্র নির্মাণ করলে মানুষ-হাতির দ্বন্দ্ব আরও বাড়বে। তবে এলাকাবাসী ও জেলা প্রশাসন পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!