খাগড়াছড়ির মাটিরাঙায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার লক্ষ্য নিয়ে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।
দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের কল্যানণ ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে সহায়তা প্রদান, গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
এ দিন স্থানীয় ৩ জন অসচ্ছল পাহাড়ী পরিবারকে বাড়ি নির্মাণের জন্য টিন প্রদান, ৬ জন পাহাড়ি নারী ও আর্থিকভাবে অসচ্ছল ৯ জন উপজাতী শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তা, ১৬ জন পাহাড়ি ও বাঙ্গালিকে নগদ অর্থ প্রদান, অর্ধশতাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদানসহ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।
জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিল্টন ত্রিপুরা, ৫ শতাধিক স্থানীয় পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম-পিএসসি জি, সেবা গ্রহণকারীদের সাথে কুশলবিনিময় করেন।
এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি ও পদস্থ সামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/খা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

