চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমি অধিকার ও মর্যাদাপূর্ণ মানবিক জীবনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল। রবিবার (২৫ মে) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনের প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকরা ১৭০ বছরেরও বেশি সময় ধরে বঞ্চনার শিকার। আমরা সাতটি চা ভ্যালিতে এই কনভেনশন আয়োজন করে শ্রমিকদের দাবিগুলো সংগ্রহ করছি, যাতে একটি স্থায়ী নীতিমালা প্রণয়ন করা যায়।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।”
কনভেনশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসান। ঘোষণাপত্র পাঠ করেন বাসদ নেতা কমরেড আবুল হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন বাসদের মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমদ, সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরসহ বিভিন্ন চা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। চা শ্রমিকদের দাবি শুধু তাদের একার নয়, এটি একটি জাতীয় মানবিক ইস্যু।” তারা আরও বলেন, “চা শ্রমিকদের মজুরি নির্ধারণ মালিকপক্ষের ইচ্ছার ওপর নির্ভর করবে না, এটি হতে হবে আলোচনা ও যৌক্তিকতার ভিত্তিতে।”
কনভেনশনে ৭ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম ছিল দৈনিক ৬০০ টাকা মজুরি, ভূমি অধিকার, সামাজিক সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণ।
কনভেনশন শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে