AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৫:২৭ পিএম, ২৯ জুলাই, ২০২৫

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

গাজীপুরের শ্রীপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রায় ৪০০ শিক্ষার্থীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার বেগম আয়েশা অডিটরিয়ামে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “তোমরা অনেক ভালো ফলাফল করেছো। এ ফলাফলের মাধ্যমে বাবা-মায়ের এবং শিক্ষকদের মনে স্বপ্নের বীজ রোপণ করেছো। তাদের স্বপ্ন হলো—তোমরা আগামী দিনে কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউ ব্যারিস্টার হবে। তোমরা বাবা-মায়ের মনে যে স্বপ্নের বীজ রোপণ করেছো, তাদের সেই স্বপ্ন পূরণ করতে হলে সতর্কভাবে চলতে হবে। সামনে তোমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে মেয়েরা শিক্ষার দিক দিয়ে এগিয়ে রয়েছে, ছেলেরা কিছুটা পিছিয়ে পড়ছে। তবে তোমাদের শুরুটা যেমন ভালো হয়েছে, শেষটাও ভালো হবে বলে আমি বিশ্বাস করি।”

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর ছাত্রদলের নেতা এস. এম. আব্দুল্লাহ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজীবুল আলম বেপারী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!