চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বাসচালক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আন্তজেলা রুটে সরাসরি বাস চলাচল গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বাস না পেয়ে যাত্রীদের অনেকেই অটোরিকশা বা ভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের হাতনাবাদ পর্যন্ত যেতে বাধ্য হচ্ছেন। সেখান থেকে রাজশাহীগামী বাসে উঠছেন তারা। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। তবে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী এলাকায় দুই জেলার বাসচালক ও শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, রাজশাহীর চালকরা চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করলে প্রতিক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরাও এক রাজশাহী চালককে মারধর করেন। এরপর থেকেই দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, “ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের চালকরা বাস চালাতে চাচ্ছেন না। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আজ না হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, “গতকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রাজশাহীর সমিতির সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা হয়নি। আশা করছি, দ্রুতই একটি সমাধানে পৌঁছানো যাবে।”
স্থানীয় যাত্রীরা জানান, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি না হলে যাত্রী দুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে