ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ তৌহিদুর রহমান ওরফে অপু (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) রাত ৮টার দিকে উপজেলার উত্তর সাউদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপু ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ১,০০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আদালত তৌহিদুর রহমানকে চার বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনজুরুল আলমের নেতৃত্বে উত্তর সাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। রবিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে