জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রসবকালীন সময় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, ২৪ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী ভাবনা আক্তার (২১) প্রসব ব্যথা নিয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেসময় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স নারগিছ আক্তারসহ অন্যান্যরা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। তবে এক ঘণ্টার চেষ্টার পরও প্রসব বিঘ্নিত হয় এবং একপর্যায়ে মা ও নবজাতক উভয়েরই মৃত্যু হয়।
ঘটনার পর হাসপাতালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চিকিৎসকের অবহেলার কারণেই এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে হাসপাতালের আরএমও ডা. সাইফুন্নাহার সানি বলেন, "যতদূর জেনেছি, ওই প্রসূতির পরিবার প্রথমে বাড়িতেই ডেলিভারির চেষ্টা করে ব্যর্থ হয়। হাসপাতালে আনার পর দেখা যায়, রোগীর সিজারের প্রয়োজন ছিল। কিন্তু পরিবারের আপত্তির মুখে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়।"
এ ঘটনায় গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা তাবাসসুমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে