বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী শেরপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
রবিবার (২৫ মে) বিকালে সার্কিট হাউসে এ অভ্যর্থনা প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালীন সময়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলার পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন বলে জানা গেছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে