AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার



সদরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় গত ৫ আগস্ট থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক সড়কের আটরশি এলাকার প্রশিখা অফিসের ফটকসংলগ্ন জঙ্গল থেকে শটগানটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সদরপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কিছু সরকারি সম্পত্তির পাশাপাশি কয়েকটি অস্ত্র লুট করা হয়। ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মূল ফটকসংলগ্ন জঙ্গল থেকে শটগানটি উদ্ধার করতে সক্ষম হই। এটি আমাদের থানার রেকর্ডভুক্ত লুট হওয়া অস্ত্র।

উল্লেখ্য, সদরপুর থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।

 

একুশে সংবাদ/ফ.প্র /এ.জে

Link copied!