‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে রবিবার (২৫ মে) যশোর অঞ্চলে টেকসই প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, লাল ফিতা কর্তন, রঙিন বেলুন উড্ডয়ন,আলোচনা সভা ও অতিথিবৃন্দের মেলা পরিদর্শন অনুষ্ঠিত হয় ।
কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ সংলগ্ন মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অফিস চত্বরে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয় ।
কৃষি প্রযুক্তি মেলার সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী লাল ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার হাসিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও উপজেলার দুই শতাধিক কৃষক-কৃষাণী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃষি প্রযুক্তি মেলার স্ট্রল পরিদর্শন করেন। এবারের মেলায় কৃষি প্রযুক্ত বিষয়ক ১৫টি স্ট্রল স্থান পেয়েছে।
একুশে সংবাদ/ মা.প্র /এ.জে