AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবি লেখকদের প্রাণের ছোঁয়ায় বরিশালে কবিতা উৎসব অনুষ্ঠিত



কবি লেখকদের প্রাণের ছোঁয়ায় বরিশালে কবিতা উৎসব অনুষ্ঠিত

প্রেম দ্রোহ সাম্য ও মানবতার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জন্মজয়ন্তীর অনবদ্য শুভেচ্ছা জানিয়ে প্রাচ্যের ভেনিস বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কবিতা উৎসব ২০২৫ ।

জাতীয় সাহিত্য সংগঠন কবিসংসদ বাংলাদেশ ও বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের যৌথ আয়োজনে, ২৪ মে শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় সরকারী গণগ্রণ্হাহাগারের সেমিনার হলে বৃহত্তর বরিশালের লেখক সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সৃজনশীল উৎসব ।

বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল ও বরিশাল জেলা জাসাসের আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে, জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জামান মনিরের ব্যবস্থাপনায় ও বরিশাল বেতারের বাচিকশিল্পী মায়াবী নুপুরের সঞ্চালনায়- বাংলাদেশ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়  কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ কবি মুস্তাফা হাবীব। 

উৎসবের উদ্বোধন করেন- বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক । প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- শেকড় সাহিত্য সংসদ বরিশালের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বর্ণমালা সাহিত্য পরিষদ ফরিদপুরের সভাপতি কবি আবু জাফর দিলু, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান কবি রিপন শান, কবি সুকান্ত সাহিত্য পরিষদের সাবেক সাহিত্য সচিব ও বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি লিমা মেহেরিন , মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দিন, সাপ্তাহিক ভিন্নমাত্রা সম্পাদক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ, কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি সংসদের আমেরিকা শাখার সভাপতি কবি-কণ্ঠশিল্পী মারফিয়া খান ।

অনুষ্ঠানে কবি নজরুলকে নিবেদন করে কবিতা পাঠ করেন- কবি কণ্ঠশিল্পী জাকির হোসেন সবুজ, কবি রিসালাত মীরবহর, কবি মায়াবী কাজল, কবি রুদ্র শামীম সহ নবীন প্রবীণ কবিকূল । নজরুল সঙ্গীত , নজরুলকে নিবেদিত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন- বাংলাদেশী সাংস্কৃতিক জোটের একঝাঁক শিল্পী ।

উৎসবে বক্তারা বলেন- নজরুল শুধু আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি নন । তিনি আমাদের গণজাগরণের কবি ভালোবাসার কবি । আমাদের অস্তিত্বের সমগ্র ভূভাগ জুড়ে সদা বিরাজমান নজরুলের সার্বজনীন মানবিক মূল্যবোধ। আমাদের সকল সংগ্রামে আমাদের সকল সঙ্কটে নজরুলের সৃষ্টিসম্ভার উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। সাম্প্রদায়িক ভেদ-বিভাজন গালাগালি-দলাদলিকে প্রতিহত করে নজরুল এই বিশ্বজগতে গলাগলি প্রতিষ্ঠার অদম্য সারথী । কবিতা-গান- সাংবাদিকতা- সমাজকর্ম সর্বত্রই নজরুল সব্যসাচী এক ধুমকেতুর নাম । মাত্র ৪৩ বছরের সবাক জীবনে নজরুল বাংলা সাহিত্যে যা উপহার দিয়েছেন- প্রায় নব্বই বছরের পুরো জীবদ্দশায় তিনি যদি সজীব থাকতেন, তবে বিশ্বসাহিত্যের ইতিহাসে অনন্য এক মহাবিপ্লব ঘটতে পারতো  । কবি জীবনানন্দ, মুকুন্দ দাস, মোজাম্মেল হক, আহসান হাবীব, আসাদ চৌধুরীর নদীবিধৌত বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে আজকের বাংলাদেশ কবিতা উৎসব বাংলা কবিতার সাংগঠনিক বিকাশ ও বিন্যাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হোক। 

 

একুশে সংবাদ/ ভো.প্র /এ.জে

Link copied!