সমৃদ্ধি কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে পিরোজপুরে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা মিলনায়তনে এই আয়োজন হয়। এতে শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু-কিশোর, যুব ও প্রবীণদের অংশগ্রহণে নানা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী অনুষ্ঠান উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন রিক-এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক এবং সঞ্চালনায় ছিলেন রিক এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে কিশোর-কিশোরী উন্নয়ন ও সমাজকল্যাণে অবদানের জন্য পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খানসহ ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ১৪টি ইভেন্টে অংশগ্রহণকারী ১৭০ শিক্ষার্থীর মধ্যে ১৪০টি পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ, ইভটিজিং, লিঙ্গবৈষম্য ও সহিংসতা রোধে সচেতনতা ও জীবনদক্ষতা প্রশিক্ষণ আরও বাড়ানো উচিত। বক্তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সমাজ উন্নয়নে বড় ভূমিকা রাখে।
সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
একুশে সংবাদ/ প.প্র /এ.জে