পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ এলাকা থেকে সরকারি ১০ মেট্রিক টন চালসহ একটি পিকআপ ট্রাক আটক করেছে যৌথবাহিনী। জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে চালটি খুলনায় পাচারকালে মঙ্গলবার (২৯ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের গুদাম থেকে সরকারি চাল খুলনায় পাঠানো হচ্ছিল বলে জানিয়েছেন আটক পিকআপচালক মিজান। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও এনএসআই সদস্যরা অংশ নেন। পরে পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন—পিকআপচালক মিজান সেখ (৪২), পিতা: ইব্রাহিম সেখ, সাং: খুলনা জেলা এবং হেলপার রমজান হাওলাদার (১৮), পিতা: ইশারাত হাওলাদার, সাং: মহিষপুরা, মোড়েলগঞ্জ, বাগেরহাট।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন সময় টিআর, কাবিখা, জিআর কর্মসূচির আওতায় সরবরাহ করা সরকারি চাল মজুদ করে তা অবৈধভাবে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। খুলনায় নিয়ে যাওয়ার পথে যৌথবাহিনী ট্রাকটি (নং-১৫-০০০৯) থামিয়ে চালক ও হেলপারকে আটক করে।
আটককৃত ট্রাকে পাওয়া যায় ‘নূরজাহান ব্র্যান্ডের’ ২৫ কেজি ওজনের মোট ১৮২ বস্তা চাল (মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা) এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল (মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা)। মোট ৭ লাখ টাকার সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
চালের উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর সদর থানায় নিয়মিত জিআর মামলা (নং-২১, তারিখ ২৯-০৭-২০২৫) রুজু করা হয়।
ওসি মো. রবিউল ইসলাম জানান, সরকারি চাল পাচারকালে যৌথবাহিনী ট্রাকসহ দুইজনকে আটক করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে