মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত নিরোধে তালগাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে।
বুধবার (৩০ জুলাই) সকালে পূর্ব বড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপ ও শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় সরকারিপাড়া মসজিদ থেকে পূর্ব বড়ধামাই পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত তালগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব বড়ধামাই পিএফএস আউস কৃষক গ্রুপের সভাপতি মো. আজির উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত ধর, শুকুবস্তি ফ্রিপ কৃষক গ্রুপের সভাপতি রমেশ এবং পূর্ব বড়ধামাই কৃষক গ্রুপের সহ-সভাপতি আব্দুল খালিক প্রমুখ।
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণ একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একইসাথে এটি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে