AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ঘড়ি



কেশবপুরে ছাগলের দৌড় প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ঘড়ি

যশোরের কেশবপুর উপজেলার আটন্ডা গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ও আকর্ষণীয় ছাগলের দৌড় প্রতিযোগিতা। স্থানীয় যুবসমাজের আয়োজনে এই প্রতিযোগিতা ঘিরে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই বা গরুর দৌড় প্রতিযোগিতার কথা অনেকেই জানেন, তবে ছাগলের দৌড়—এ যেনো এক নতুন রকমের আনন্দ।

শুক্রবার দুপুরের পরপরই আটন্ডা গ্রামের মাঠজুড়ে ছড়িয়ে পড়ে জনসমাগম। নারী-পুরুষ-শিশুসহ শত শত উৎসুক মানুষ ছুটে আসেন এই ব্যতিক্রমী আয়োজন দেখতে। মাঠজুড়ে বর্ণিল সাজ, উৎসবের আবহ আর ছাগলের কসরত—সব মিলিয়ে ছিলো এক অসাধারণ দৃশ্য।

প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৩০টি পোষা ছাগল। প্রতিটি ছাগলের গলায় ঝুলিয়ে দেওয়া হয় ক্রমিক নম্বর লেখা কার্ড, যাতে চেনা যায় কে কার। পাঁচ ধাপে সম্পন্ন হয় দৌড় প্রতিযোগিতা। স্বচ্ছতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকেরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

বিজয়ী ছাগল ও পুরস্কার:

  • প্রথম স্থান: মাহফুজ হোসেন (আটন্ডা গ্রামের) – পুরস্কার: ঘড়ি

  • দ্বিতীয় স্থান: শহিদুল ইসলাম – পুরস্কার: পানির জগ

  • তৃতীয় স্থান: সাইফুল ইসলাম – পুরস্কার: মগ

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সমাজসেবক ফেরদৌস রহমান।

আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী হাসিবুল হাসান শান্ত বলেন,
“গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক আয়োজন আজ হারিয়ে যাচ্ছে। আমরা চাই, এসব ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং এলাকার মানুষকে বিনোদন দিতে এমন আয়োজন নিয়মিত হোক।”

প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী আসাদ বলেন, “এবারই প্রথম ছাগলের দৌড় দেখলাম। খুবই ভালো লেগেছে।”

ফতেমা খাতুন বলেন, “শুনে এসেছি, চোখে না দেখলে বিশ্বাস হতো না! খুব আনন্দ লাগছে।”

এমন ব্যতিক্রমী আয়োজন এলাকার মানুষকে যেমন আনন্দ দিয়েছে, তেমনি ঐতিহ্যবাহী গ্রামীণ বিনোদনের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

একুশে সংবাদ/য.প্র /এ.জে

Link copied!