AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯



ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা লাশের গায়েও আঘাত করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ভাষ্যমতে, এর আগেও ওই স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।

জানা যায়, ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা ছবদর আলী। তার মরদেহ রাতেই লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে আনা হচ্ছিল। পথে আনন্দপুর-তিলপাড়া এলাকায় ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে।

এসময় তারা অ্যাম্বুলেন্সে থাকা স্বজনদের ওপর হামলা চালায় এবং মারধর করে। এতে নারীসহ ৯ জন আহত হন। ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা ও ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, তারা লাশের ওপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

নিহতের ছেলে ও পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতরা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে, তাও সহ্য করা যায়। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর যে আঘাত করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, ‘ডাকাতরা কী কী নিয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

 

একুশে সংবাদ/ ব্রা.প্র /এ.জে

Link copied!