AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে রাস্তায় কাদা, শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে সংস্কার



চাঁপাইনবাবগঞ্জে রাস্তায় কাদা, শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে সংস্কার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশংসনীয় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্ষায় কর্দমাক্ত সড়ক নিজ উদ্যোগে সংস্কার করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিকতায় ও সামাজিক দায়িত্ববোধে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাব্বার আলী জানান, “বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়ার রাস্তাটি কাদা আর জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই ১ ঘণ্টার ক্লাস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে নিয়ে ইটের সুরকি ফেলে সড়কটি অস্থায়ীভাবে সংস্কার করা হয়।”

এই বিদ্যালয়ে বর্তমানে ৩৪০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ১৫০ জন শিক্ষার্থী বোগলাউড়ি ফেরিঘাট পার হয়ে বিদ্যালয়ে আসে। কিন্তু সম্প্রতি টানা বৃষ্টির কারণে ফেরিঘাট সংলগ্ন রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। অনেক শিক্ষার্থী কাদায় পা পিছলে পড়ে যায়, আবার কারও জামা-কাপড় নোংরা হয়ে যায়।

অর্থের উৎস প্রসঙ্গে শিক্ষক জাব্বার জানান, “তেমন বড় খরচ হয়নি। স্থানীয় কিছু মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েই এই কাজ সম্পন্ন হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক বলেন, “বোগলাউড়ি ফেরিঘাটের ওপারে আমাদের অধিকাংশ শিক্ষার্থী থাকে। দীর্ঘদিন ধরে রাস্তা ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে এলেও কাজ হয়নি। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা নিজেরাই উদ্যোগ নেই।”

স্থানীয়দের ভাষ্য, ওই ফেরিঘাট দিয়ে অন্তত ৩০-৩৫ হাজার মানুষ চলাচল করে থাকেন। বহুদিন ধরে এলাকাবাসী একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, “বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিষয়টি সম্পর্কে অবগত আছি। এলাকাটি বন্যাপ্রবণ হওয়ায় এখানে ছোট প্রকল্প নয়, বরং টেকসই প্রকল্প নিয়ে কাজ করতে হবে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

 

একুশে সংবাদ/ চাঁ.প্র /এ.জে

Link copied!