চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দশমী ব্রিজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনানিবাসের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সন্ত্রাসীকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে, যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে