নরসিংদী জেলা পুলিশের আয়োজনে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি সভায় উপস্থিত কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে ডিআইজি রেজাউল করিম মল্লিক নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগ দেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যাবলী তুলে ধরেন। ডিআইজি এসব সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি গার্ডিয়ান শেড, মোটরসাইকেল শেড এবং মোটরযান ওয়াশিং জোনের উদ্বোধন করেন।
সভায় নরসিংদী জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ন.প্র /এ.জে