কালীগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করার লক্ষে তিন ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার পৌর সভার দড়িসোম এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেনএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
এসময় ইট ভাঙ্গার মেশিন চালিয়ে বায়ু দূষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় দড়িসোম এলাকার মৃত ইজ্জত আলী পূত্র মোঃ আজমত আলী (৬৫) কে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। অপরদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুটি মামলায় দুজনকে ১০০ টাকা করে দুইশত টাকা জরিমানা প্রদানসহ এক জনকে এক মাস অপর জনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করার জন্য প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো: মকবুল হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/ গা.প্র /এ.জে